ঢাকাThursday , 8 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু উপলক্ষে আলোচনা সভা।

দেশ চ্যানেল
January 8, 2026 2:19 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ শুরু উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ঘোষণা করা হয়।

এতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষক মন্ডলী অংশ নেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতেশ কুমার চন্দ,বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, মোড়াকরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ভবানীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক কাজল চন্দ্র জোয়ারদার ও তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলম প্রমূখ।

জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিটি বিদ্যালয় থেকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হবে যারা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পাবে।এ ছাড়াও উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী,শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ইভেন্ট গুলো হলো কেরাত,হামদ,নাত,বাংলা রচনা প্রতিযোগিতা, ইংরেজি রচনা প্রতিযোগিতা, ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের সংগীত, নির্ধারিত বক্তৃতা, নৃত্য, তাৎক্ষণিক অভিনয় সহ বিভিন্ন ইভেন্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST