লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় লাখাই উপজেলায়ও এ দিনটিকে কেন্দ্র করে নানা সচেতনতামূলক আয়োজন করা হয়।
“কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়।
লাখাই উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে ১৬ অক্টোবর রোজ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল আরেফিন এর সভাপতিত্বে ও উপজেলা সেনিটারী ইন্সপেক্টর বিধান কুমার সোম এর পরিচালনায় র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক মাসুদুর রহমান,লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ সাকিব আদনান, মেডিকেল টেকনোলজিস (ইপিআই) শেখ আতাউর রহমান, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মেহরুন নেসা,ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ ও ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল আরেফিন ডায়াবেটিস প্রতিরোধ ও করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
তিনি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম,ওজন নিয়ন্ত্রণ, ধূমপান বর্জন এবং নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন সকল রোগের মা হচ্ছে ডায়বেটিস, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে সচেতনতার কোন বিকল্প নাই,খাবার গ্রহনে সাবধানতা অবলম্বন করার,ক্যালরি হিসেব করে খাওয়ার,পুষ্টিকর খাবার খাওয়ার এবং কায়িক পরিশ্রম করার উপর গুরুত্বারোপ করেন।

