লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলায় ব্রাকের সহায়তায় চারাগাছ বিতরণ করেছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ সব চারাগাছ বিতরণ করা হয়।
চারাগাছ বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাক জেলা সমন্বয়ক মোঃ আতাউর রহমান, ব্রাক ডেপুটি ম্যানেজার ইউপিজি কৃষি ও সামাজিক বনায়ন প্রোগ্রামার মোঃ মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
ব্রাক জেলা সমন্বয়ক সূত্রে জানা যায়,লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন দপ্তরে মোট ১ হাজার ফলজ ও ঔষধী চারাগাছ বিতরণ করা হয়।