লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার লাখাই উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ।
সূত্রে জানা যায়,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় বুল্লা বাজারের বাখরখানি ব্যবসায়ী হুমায়ুন কবির কে ১ হাজার টাকা, মুদি ব্যবসায়ী মোঃ তোফায়েল আহমেদ কে ২ হাজার টাকা ও আদর্শ মিষ্টি ঘর এর মালিক নির্মল মোদক কে ৫ শত টাকা মোট ৩ ব্যবসা প্রতিষ্ঠান কে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন লাখাই থানার একদল পুলিশ।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ বলেন এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন তিনি।