লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি/২০২৪-২০২৫ মৌসুমে সমলয়ে চাষাবাদের নিমিত্তে রাইস ট্র্যান্স প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনোর উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ মারুগাছ দক্ষিণ মাঠে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ এর অংশ হিসাবে আনুষ্ঠানিক ভাবে ধানের চারা রাইস ট্র্যান্স প্লান্টারের মাধ্যমে রোপনের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মজিবুর রহমান।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান।
উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য ও ফারুক তালুকদারের যৌথ পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন,লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাসেম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতি লাল গোপ, উদ্যোক্তা কৃষক মুক্তার হোসেন।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল মিয়া ও গীতা পাঠ করেন প্রশান্ত পাল।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মজিবুর রহমান বলেন দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্য পুরানো খোরপোষের কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে উত্তোলনের জন্য যান্ত্রিক উপায়ে চাষাবাদ একটি সময়োপযোগী পদক্ষেপ। হাওরাঞ্চল বেষ্টিত লাখাই এখন শতভাগ যান্ত্রিক উপায়ে চাষাবাদ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমলয় পদ্ধতিতে চাষাবাদের ফলে একদিকে উদ্যোক্তা কৃষক সৃষ্টির পাশাপাশি সনাতনী পদ্ধতির চাষাবাদের চেয়ে ফলন বৃদ্ধি পাচ্ছে এবং শ্রমিক সংকট লাঘব হচ্ছে,হ্রাস পাচ্ছে উৎপাদন ব্যয়।লাভবান হচ্ছে কৃষকরা।
বর্তমানে কৃষির যান্ত্রিক উপায়ে চাষাবাদ বৃদ্ধি পাওয়ায় এতে শিক্ষিত তরুনদের অংশ গ্রহণ বাড়ছে।
আলোচনা সভার শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মজিবুর রহমান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী উত্তম কৃষি চর্চা( GAP) সার্টিফিকেট প্রশিক্ষণে অংশ নেন এবং প্রশিক্ষণার্থী কৃষক -কৃষাণী দের মাঝে সনদ, সম্মানি ভাতা বিতরণ করেন।