সুমন আহমেদ বিজয়ঃ
রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিলীপ কুমার রায়ের অবসর জনিত জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের আয়োজনে ১০ ফেব্রুয়ারী রোজ শনিবার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ্রের সভাপতিত্বে ও মোহাম্মদ এমদাদুর রহমান ও মোঃ আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় লাখাই উপজেলার ইতিহাসে এই প্রথম এক জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান,আয়োজন কমিটির পক্ষে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান কামাল,আব্দুল হালিম সবুজ, মোহন লাল গোপ, নুরুল ইসলাম নাহিদ, সোহেল রানা সওদাগর,শোভন কান্তি দেব,সহকারী কমিশনার (ভূমি) সুনামগঞ্জ এমদাদুল হক শরীফ,ডাঃ মইনুল ইসলাম,মোঃ শরিফুল ইসলাম রনি ও ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদ।
মানপত্র পাঠ করেন মোঃ রাসেল মিয়া।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মোঃ মঈন উদ্দিন ও গীতা পাঠ করেন হৃদয় দেব।
অনুষ্ঠান শুরুর আগে হবিগঞ্জের দিলীপ কুমার রায়ের বাসা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বরণ করেন এবং অনুষ্ঠান শেষে বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে হবিগঞ্জ দিলীপ কুমার রায়ের বাসায় পৌঁছে দেন রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।
দিলীপ কুমার রায় ১৯৮৭ সালের ২৮ এপ্রিল রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তার ৩৭ বছরের কর্মজীবন শেষ করেন।