লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই থানা ও স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার ইয়াসমিন খাতুন।
শনিবার (৬ ডিসেম্বর) হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার ইয়াসমিন খাতুন লাখাই থানা এবং স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শন কালে পুলিশ সুপার ইয়াসমিন খাতুন সকল অফিসার ফোর্সের খোঁজ-খবর নেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। অতঃপর তিনি রোলকলের মাধ্যমে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী,স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান,লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র সহ সকল পুলিশ অফিসার বৃন্দ ও পুলিশ সদস্য বৃন্দ।

