জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চর শিয়রবর গ্রামে আগুনের লেলিহান শিখায় সর্বশান্ত ফুল মিয়া নামের এক দিন মুজুর।
বুধবার ২০ মার্চ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে শিয়রবর গ্রামের ফুল মিয়ার গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন ধরে গোয়ালে থাকা গরু সহ গোয়াল ঘর পুড়ে অংগার হয়ে গিয়েছে। স্থানীয় সুত্রে জানাগেছে গভীর রাতে এ আগুনের সুত্রপাত। গোয়াল ঘরটি আগুনে যখন দাউদাউ জ্বলছিল তখন এলাকা বাসি ছিলো গভীর ঘুমে। আগুনের তাপে পাশের ঘরে যখন মানুষ জেগে ূদেখতে পায় আগুনে গোয়াল ঘর ও গরু পুড়ে গিয়েছে। তখন তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় একটি গরু ঘটনাস্থলে পুড়ে মারা গেছে তার আনুমানিক মুল্য ১ লাখ ১০ হাজার,অন্য ১ টি গরু বেলা ১২ সময় মারা গিয়েছে তার মুল্য প্রায় ৯০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এলাকা বাসী জানান।
এঘটনায় ক্ষতিগ্রস্থ ফুল মিয়ার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন আমার যা ছিলো সব শেষ, আমি নিঃস্ব আমি পথে বসেছি। আমি দিনমুজুর আমার এক ইঞ্চি জমি নাই, পরের জমি চাষ করি আর জন বিক্রি করি। তাছাড়া আমার স্ত্রী প্যারালাইসিস হয়ে দীর্ঘ ৮ বছর বিছানায় পড়ে আছে। আগুন আমার সব কেড়ে নিয়েছে।