জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা কওমি মাদ্রাসা ও মারকাজুল এতিমখানার ৭৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মালয়েশিয়া প্রবাসী রায়হান ঠাকুরের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়। প্রবাসী রায়হান ঠাকুর অকাল প্রয়াত সংগীত শিল্পী মিলু ঠাকুরের জৈষ্ঠ্য সন্তান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় সংশ্লিষ্ট মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, সদস্য সচিব শিমুল হাসান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, খাইরুল ইসলাম, রেজাউল করিম, সরদার রইস উদ্দিন টিপু, কাজী ইমরান ও রাশেদ রাসু, তরুণ সমাজসেবক সাজ্জাদ শিকদার, আনিসুর রহমান, শরিফুল ইসলাম লিয়ন।
উল্লেখ্য যে প্রতি বছর অসহায় দুস্ত,ও এতিমদের মাঝে কম্বল বিতরন অব্যাহত থাকবে।

