জেলা প্রতিনিধি :নড়াইল
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে ন্যাশনাল পিপলস পার্টির লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদে (বাজার মসজিদ) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও নড়াইল -২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা মোঃ বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিঃ কাজী জিয়াউর রহমান লোটাস, দিঘলিয়া ইউনিয়ন এনপিপির সভাপতি মোঃ রেজাউল করীম খান, এনপিপি লোহাগড়া উপজেলা শ্রমিক সাখার সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান হাবিবসহ প্রমুখ।
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন মহান আল্লাহর কাছে আমাদের নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ।

