ঢাকাSunday , 21 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক বাড়িঘরে হামলা ও ভাংচুর।

দেশ চ্যানেল
December 21, 2025 1:06 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্ৰাম ইউনিয়নের কলাগাছি-রায়গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি অফিস, শিক্ষা প্রতিষ্টানসহ বাড়ীঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে , রবিবার (২১ ডিসেম্বর) কলাগাছী বাজারে সবুজ সরদারের ছেলে সাকিব সরদারের সাথে স্হানীয় আ’লীগ কর্মী করিম শেখের সাথে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।

এর জের ধরে নোয়াগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা উত্তম সাহা, সমীর ঘোষ, আলাউদ্দিন মোল্যা, মাহাবুর মোল্যা, সাহাবুর, কামাল শেখ, গফফার শেখসহ ২৫/৩০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে কলাগাছী বাজারে অবস্হিত স্হানীয় বিএনপির অফিস ভাংচুর করে। এ সময় দুর্বৃত্তরা সাকিব সরদার (১৯) নামে একজন শিক্ষার্থীকে মারধোর করে।

এরপর দুর্বৃত্তরা আর কে, কে, জনতা মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হাবিবুর রহমান ও অফিস সহায়ক হেলাল উদ্দিনের ওপর চড়াও হয়। অবস্থা বেগতিক দেখে তারা স্কুল ভবনে আশ্রয় নেয়। এ সময় দুর্বৃত্তরা স্কুলের চেয়ার, টেবিল ভাংচুর করে।

এঘটনায় বিএনপি নেতা সাবু সরদারের সাথে কথা হলে তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা করিম,সমীর ঘোস,উত্তমসহ ২৫/৩০ জন বিএনপি অফিস ভাংচুর, স্কুলে আক্রমণ এবং ঘরবাড়ি ভাংচুর করেছে, যা দুঃখজনক। আমি হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

এ বিষয়ে আ’লীগ নেতা সমীর ঘোষ ও উত্তম সাহার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের দুজনের ফোন নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায় নাই। তবে করিম শেখ নামে একজন আ’লীগ নেতা বলেন, ‘ ঘটনা তুচ্ছ এর সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

এ ব্যাপারে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST