জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে শেখ মোমিন উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম রাশেদ এর সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আহাদুজ্জামান বাটু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেওয়াজ আহমেদ ঠাকুর, এছাড়া অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো হেমায়েত হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, নড়াইল জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. তানভীর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিচুর রহমান, ছাত্রদল নেতা কাজী নাঈমসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।

