জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া ৮নং পৌর বিএনপির আয়োজনে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে লোহাগড়া শহরের ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হিরু মোল্যার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ সভাপতি গোপাল দত্ত, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফারুক শেখ, ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজা শেখ, শ্রমিক নেতা মনোয়ার হোসেন সেন্টু, সেলিম শেখ, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মারুফ শেখসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি জাফর শেখ।
দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

