জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় জুলাই যোদ্ধাদের নাম যাচাই বাছায় করে প্রকৃত জুলাই যোদ্ধা ও বাদপড়া জুলাই যোদ্ধাদের নাম জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
সোমবার ১৩ অক্টোবর বেলা ১১ টায় লোহাগড়া উপজেলার প্রধান গেট ও ঢাকা-বেনাপোল মহাসড়ক পাশে লোহাগড়া সর্বস্তরের জনগণের ব্যানেরে বঞ্চিত জুলাই যোদ্ধারা এ মানববন্ধ কর্মসূচি পালন করেন। এসময় মানব বন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লা মামুন,মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদ, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান,মহিলা দলের নেত্রী খালেদা জামান, জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ ইয়াজুর রহমান বাবু, পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিনুর রহমান বাবলু, লোহাগড়া পৌরসভার যুবদলের সহ সাধারন সম্পাদক মোঃ সাইফুল মল্লিক, লোহাগড়া উপজেলা ছাত্র দলের সদস্যসচিব মাহবুবুর রহমান রাজ, ছাত্র দল নেতা হিরন মৃধা,নাদিম জামান মাহিন,সুমন,হৃদয়,লিমন,ইব্রাহিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা প্রনয়ন করতে হবে।যারা বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ এর সরকার শেখ হাসিনা পতনের আন্দোলনে অংশ গ্রহণ করে ছিলো তাদের নাম জুলাই যোদ্ধা তালিকায় আনতে হবে। দ্রুততম সময়ের মধ্যে সঠিক তালিকা প্রনয়ন না করা হলে পরর্বতীতে কঠিন আন্দোলনের হুসিয়ারী দেন বক্তারা।
পরবর্তীতে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের নিকট স্বারক লিপি প্রদান করেন।