জেলা প্রতিনিধি নড়াইল
লোহাগড়ায় মডেল ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের পরিচালক অকাল প্রয়াত মোজাম্মেল হক মোজাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে শহরের একটি অভিজাত হোটেলে সংগঠনের সভাপতি কাজী মোরাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, নড়াইল জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ শিকদারসহ প্রমূখ।
আলোচনা সভায় নড়াইল ও লোহাগড়ার প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অকাল প্রয়াত মডেল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোজাম্মেল হক মোজাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।

