লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) লোহাগড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন, শহীদ হাবিবুর রহমান এর কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনের শুরুতে সকাল ১০টায় লোহাগড়া মুক্তিযোদ্ধা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোসা: সাদিয়া সুলতানা। এ সময় লোহাগড়ার বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এরপর বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকাল সাড়ে ১০ টায় লোহাগড়া থানা চত্বরে অবস্থিত শহীদ হাবিবুর রহমান এর কবর জিয়ারত করেন।
বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবুল কাশেম শেখ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোসা: সাদিয়া সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মুকাররম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইয়ার আলী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ প্রমুখ।
উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আঃ হামিদ আবেগের সাথে বলেন মুক্তি যুদ্ধের অর্ধশত পার হলেও আজও নির্মিত হয় নাই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ।
আলোচনা সভা শেষে শহীদদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

