লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডের জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় লক্ষ্মীপাশা পেট্রোল পাম্প সংলগ্ন ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো: আক্তার হোসেন মোল্যার সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের আহবায়ক মেহেরাব হোসেনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমল, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ, সাধারণ সম্পাদক মো: মশিয়ার রহমান সান্টু, লোহাগড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাহিদুর রহমান আমিন, লোহাগড়া পৌরসভার ৮নং বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরু মোল্যা, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, নড়াইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. শহীদ মোল্লা, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ মেহেরাব হোসেন, যুগ্ম আহবায়ক সাঈদ শেখ, মো: সাবু শেখসহ প্রমূখ।
সভায় বক্তরা বলেন থেকে লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ওই সকল কমিটি গঠন করা হবে এবং যে সকল নেতা কর্মী হামলা মামলার শিকার হয়েছেন তাদের প্রাধান্য দিতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।