জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির আযোজনে মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৩০ আগষ্ট সকাল ১০ টায় অধ্যপক শেখ রোকন উদ্দিন অডিটরিয়ামে যৌথ সভা পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহব্বায়ক জিএম নজরুল ইসলাম সভা যৌথ সন্চলনায় ছিলেন লোহাগড়া উপজেলার সদস্য সচিব কাজি সুলতানুজামান সেলিম ও টিপু সুলতান। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, লোহাগড়া পৌর বিএনপির আহব্বায়ক মোল্যা নজরুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক এস এম শাহীন বিপ্লব, উপজেলা যুব দলের সদস্যসচিব মোঃ আহাদুজ্জামান বাটু,পৌর যুবদলের আহব্বায়ক মোঃ রবিউল ইসলাম,কৃষক দলের সভাপতি আকতার মোল্যা সহ দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা। এসময় লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ পারভেজ কাজি,কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিরাজুল ইসলাম,মিরাজ, মল্লিকপুর ইউনিয়ন সভাপতি মোঃ খিজির আহমেদ সহ অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা মুক্ত ভাবে কথা বলার সুযোগ পেয়েছি। দলে দূবৃত্তয়ান ও হাইব্রিডদের কোন জায়গা হবে না। কোন প্রকার অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।