ঢাকাSunday , 31 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শম্ভূপুরা ইউনিয়ন পরিষদ জনসেবার স্থাপনা নাকি রাজনৈতিক আস্তানা।

দেশ চ্যানেল
August 31, 2025 8:30 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভূপুরা ইউনিয়ন পরিষদ ভবনকে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সরকারি একটি ভবন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।স্থানীয়দের অভিযোগ,প্রতি সপ্তাহের প্রায় দুই থেকে তিনদিন ভবনটিতে বিএনপির বিভিন্ন বৈঠক ও রাজনৈতিক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।এমনকি বাহিরে পোস্টার-ব্যানার ঝোলানো এবং দলীয় সভার দৃশ্যও প্রকাশ্যে দেখা যাচ্ছে।গোপন সূত্রে খবর পেয়ে রোববার সকাল প্রায় ১১ ঘটিকার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়-শম্ভূপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর নেতৃত্বে আরো স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রথমে কক্ষের বাহিরে চেয়ার টেবিল দখল করে আলাপ আলোচনা করছেন,পরবর্তীতে সাংবাদিকের উপস্থিতির টের পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষে চলে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেয়ার দখল করে সভা আলোচনা করে।ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা কয়েকজনের সাথে কথা বললে তারা নাম না প্রকাশ করার শর্তে বলেন-বিএনপির নেতারা প্রায়ই এই ইউনিয়ন পরিষদে এসে আলাপ আলোচনা সভা করেন,এতে আমাদের সেবা নিতে ব্যাহত ঘটে।তাদেরকে কিছু বলাও যায় না,তারা দলের প্রভাব খাটিয়ে যা ইচ্ছা তাই করে।কিছু বলতে গেলে মামলা হামলার ভয় দেখায়।তাই আমরা কেউ কিছু বলি না।সেবা নিতে আসা লোকজন আরো বলেন-শম্ভূপুরা ইউনিয়ন পরিষদ জনসেবার স্থাপনা নাকি রাজনৈতিক আস্তানা।তাই তাদের একটাই দাবি ছিলো ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসন যেন এই ইউনিয়ন পরিষদটিতে নজরদারি করেন।অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য(১ নং ওয়ার্ড)আলহাজ্ব সাবেদ আলী অনুপস্থিত থাকায় মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে ইউপি সদস্য(৬নং)ওয়ার্ড ইঞ্জিনিয়ার শামীমের সাথে যোগাযোগ করে বিএনপির এই সভা ও আলোচনার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান-আমরা এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কয়েকবার বলেছি।তিনি ভয়ে কিছু বলেন না।ইউপি সদস্য(৫নং)ওয়ার্ড এজাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনে যোগাযোগ করা যায়নি।অতিরিক্ত দায়িত্বে থাকা সচিব জাহিদুল ইসলাম বলেন-এ ব্যাপারে আমি অবগত নই,তবে এখন জানতে পারলাম।তিনি আরো বলেন-সরকারি প্রতিষ্ঠানে দলীয় কোন কার্যক্রম আইনবিরোধী।এব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলাপ-আলোচনা করবেন বলেও আশ্বাস দেন।সচেতন মহল মনে করেন,ইউনিয়ন পরিষদ জনগণের প্রশাসনিক ও উন্নয়নমূলক সেবা দেওয়ার স্থান।সরকারি ভবন রাজনৈতিক কার্যক্রমে ব্যবহার করা স্থানীয় সরকার আইন ও বিধির পরিপন্থী।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো মন্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসীর দাবি,অবিলম্বে ভবনটির সঠিক ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষের সেবা প্রদানে ফিরিয়ে আনা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST