বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
অহিংসা শান্তি প্রতিষ্ঠা বলিয়ানে বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক ভগবান বুদ্ধদেব মানব জীবনে সুশিক্ষা অহিংসা পরম ধর্ম বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই তিন স্মৃতি চারণে মহাপবিত্র ক্ষণ বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি ইহ জগতে আবির্ভূত হন।আজ সেই মহেন্দ্রক্ষণ
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ রবিবার যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সকল বৌদ্ধ ধর্ম উপসনালয়ে ভগবান গৌতম বুদ্ধ কে উদ্দেশ্য করে পূজা অর্চনা ও মাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন করেছে এবং পরমপুরুষ বুদ্ধর কাছে প্রার্থনা করেছেন বিশ্বব্যাপী অশান্তির দাবানল থেকে যেন বুদ্ধ পূর্ণিমার এই দিনে সকল মানব জীবনের অহিংসা থেকে পরিত্রাণ পেয়ে সুশান্তি প্রতিষ্ঠিত হোক আজ সকালে খুলনা বিভাগের বৌদ্ধ ধর্মের অন্যতম ব্যক্তিত্ব জ্ঞানেন্দ্র মরমা দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন বৌদ্ধধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ—এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধের মূল জীবনদর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। অহিংসবাদের প্রবর্তক গৌতম বুদ্ধ বলেছিলেন, বৈরিতা দিয়ে বৈরিতা, হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না। অহিংসা দিয়ে হিংসাকে, অবৈরিতা দিয়ে বৈরিতাকে প্রশমিত করতে হবে। বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিন্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটি। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এক বানীতে পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সারা দেশের সাথে খুলনাতেও বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনাসভা, সমবেত প্রার্থনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এবং পরিশেষে অনাথ ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হবে।