শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পূজা মণ্ডপে শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু এবং শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া এবং শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম
এছাড়াও উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিল শার্শা উপজেলা প্রশাসন, যশোর।