ঢাকাMonday , 4 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই আন্দোলনের” ১ম বার্ষিকীতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত। 

দেশ চ্যানেল
August 4, 2025 3:01 pm
Link Copied!

 যশোর (শার্শা): ইব্রাহিম খলিল

যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই আন্দোলনের” প্রথম বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৪ আগস্ট) বিকাল বাদ আসর নাভারণ বাজার থেকে শুরু হয়ে সাতক্ষীরা মোড় পর্যন্ত এই গণমিছিলে অংশ নেন শত শত জনতা ও জামায়াত নেতাকর্মী।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলার আমীর অধ্যাপক ফারুক হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, শার্শা ইউনিয়ন আমীর মাওলানা ইয়াহইয়া, এবং প্রবীণ নেতা মাওলানা আহমদ আলী সহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য দায়িত্বশীলগণ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন:“বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্য, নিপীড়ন, হত্যা-গুম-খুন ও লাশের রাজনীতিকে আমরা স্থান দিতে দেব না।

গত বছরের এই জুলাই-আগস্টে ছাত্র-জনতা যে আন্দোলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তা ছিল ন্যায়ের পক্ষে একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

জামায়াতে ইসলামী সেই জনগণের চেতনা ও রক্তের ঋণ ভুলে যায়নি।

আমরা দৃপ্তকণ্ঠে বলছি—এই দেশকে আমরা শান্তি, ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

মিছিলপূর্ব সমাবেশ ও পথসভায় নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির আহ্বান জানান এবং সকলকে জামায়াতের আহ্বানে সামিল হয়ে দুর্নীতিমুক্ত, গুম-হত্যাহীন একটি বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST