শার্শা উপজেলা জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরা গ্রামে জামায়াতে ইসলামী কর্মীরা বিএনপিতে যোগদান করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিওর।
উপজেলা জামায়াতের নেতারা বলেন, ভিডিওতে যাদেরকে জামায়াত কর্মী বলে দাবি করা হয়েছে— হাজি আনসার আলি, কওসার আলি, লিয়াকত আলি, আয়ুব আলি ও মৃত মুখলেছুর রহমানের পুত্র পাঁচজন কখনো জামায়াতের সাথে জড়িত ছিলেন না। তারা পূর্ব থেকেই বিএনপির সমর্থক ছিলেন। একইভাবে মৃত আবু বকর সিদ্দিকের পুত্র আব্দুল মাজেদ গাজী ও হাসান পিতা মৃত আব্দুল আলি গাজী দীর্ঘদিন ধরেই বিএনপির সমর্থক।
বিবৃতিতে বলা হয়, যারা নিজেদের বিএনপির সমর্থক পরিচয় দিয়েই এখনো কার্যক্রম চালাচ্ছেন, তাদেরকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এ ধরনের অসত্য ও অপপ্রচার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
শার্শা উপজেলা জামায়াত স্পষ্ট জানায়, এই ৮ জনের কারও সাথেই জামায়াতে ইসলামী বা এর কার্যক্রমের কোনো সম্পর্ক ছিল না। বরং তারা অতীতে বিএনপির সাথেই সম্পৃক্ত ছিলেন এবং এখনো আছেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে এ ধরনের মিথ্যা ভিডিও ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।