শার্শা উপজেলা প্রতিনিধি
আজ বিকাল ৩ঘটিকায় নাভারণ দারুল আমান ট্রাস্টে বাংলাদেশ জামাতে ইসলামী শার্শা উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে এডভোকেট জাহাঙ্গীর আলমেরর সঞ্চালনায়, অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা আজিজুর রহমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী।
বিশেষ অতিথি জনাব মাওলানা হাবিবুর রহমান, নায়েবি আমীর বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা। জনাব রেজাউল করিম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা।
এসময় বক্তারা বলেন সাংবাদিকরা হলো জাতির বিবেক,আপনারা ৭১এ যেমন ভুমিকা রেখেছিলেন, ঠিক ২৪এর এই গণ-আন্দোলনেও আপনাদের ভুমিকা ছিল অতুলনীয়, তাই আমরা আহবান জানাবো আপনারা দেশকে সুন্দর পরিবেশে নিয়ে আসতে এবং সকল বৈষম্য দুর করতে পারেন।
আমরা বিগত ১৫বছর এরকম কোনো প্রোগ্রাম করতে পারি নাই,তা আপনারাও অবগত আছেন।
সাংবাদিকরাও তখন স্বাধীন ভাবে কলম চালাতে পারে নাই,সত্য প্রকাশ যেই করেছে তাকেই ট্যাগ লাগিয়ে দমিয়ে রেখেছে,আজ আমরা স্বাধীন, তাই আপনারাও ন্যায় ও নিতিবাচক সত্য প্রকাশ করবেন।