ঢাকাTuesday , 10 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ছয় ব্যবসায়ীকে জরিমানা পঁচা জিলাপি ধ্বংস

দেশ চ্যানেল
October 10, 2023 10:13 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জামিরতা বাজারের মা ভবানী মেডিকেল হলকে ১০ হাজার, ইমন ফার্মেসিকে দুই হাজার ও রাব্বি ড্রাগ হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় স্বর্ণা ও সাথী সুইটসকে ১ হাজার করে দুই হাজার টাকা ও মা মিষ্টান্ন ভাণ্ডারকে পঁচা জিলাপি বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ১০ কেজি পঁচা জিলাপি যা সাথে সাথেই ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, ফার্মেসিগুলো ২০১৪ সাল থেকে ২০২৩ সালে মেয়াদ শেষ হয়েছে এমন বিভিন্ন ঔষধ, বাচ্চাদের স্যালাইন, ইনসুলিন ও বিভিন্ন অয়েন্টমেন্ট ওষুধের সঙ্গে ও ফ্রিজে বিক্রির জন্য সংরক্ষণ করছিল। এ অভিযানে শাহজাদপুর থানা পুলিশের একটি চৌকসদল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST