বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ।
বাংলাদেশের শিক্ষক ও কর্মচারিদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে পত্নীতলা উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ আজ (১৫ অক্টোবর) ২০২৫ খ্রিঃ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় সময় নজিপুর জিরো পয়েন্ট (বাসস্ট্যান্ড) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সকালে উপজেলার প্রধান সড়ক সংলগ্ন এলাকাগুলোতে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রেমী ব্যক্তিবর্গ। মানববন্ধনে শিক্ষকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ৩ দফা দাবি তুলে ধরেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১। ২০% বাড়ি ভাড়া
২। ১৫০০(এক হাজার পাঁচ শত) টাকা চিকিৎসা ভাতা
৩। শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে ঢাকা প্রেসক্লাব,ও ঢাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীগণের উপর পুলিশের বর্বোরিত হামলাও নির্যাতনের প্রতিবাদে পত্নীতলায় এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কল্যান সমিতি পত্নীতলা নওগাঁর উদ্যোগে এই মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের ন্যায্য অধিকার আদায়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একটি স্মারকলিপি স্থানীয় প্রশাসনের কাছে পেশ করেন।