ঢাকাSunday , 3 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

শেরপুরে গার্মেন্টস নারী কর্মীকে ধর্ষণ চেষ্টার ‘শাস্তি’ লাখ টাকা! ভুক্তভোগী পেলেন দুই হাজার

দেশ চ্যানেল
September 3, 2023 1:32 pm
Link Copied!

শেরপুর(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে গার্মেন্টসের নারী কর্মীকে অপহরণ করে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তদের নিকট থেকে ‘শাস্তি’ হিসেবে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন প্রভাবশালী গ্রাম্য মাতবররা। পরবর্তীতে জরিমানার সেই টাকা ভুক্তভোগী পরিবারকে না দিয়ে ভাগ-বাটোয়ারা করে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এতে করে ভুক্তভোগী পরিবারের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়েছে। কিন্তু গ্রামের প্রভাবশালী মাতবরদের ভয়ে আইনের আশ্রয় নিতে পারছেন না। ভুক্তভোগী পরিবারের দাবি, ‘আমরা গরিব মানুষ। গ্রামের বিচার না মানলে অনেক ক্ষতির মুখে পড়তে হবে।’ এমনকি গ্রামছাড়া করারও হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে জোসনা (২০) ছদ্মনাম ঢাকায় গামেন্টেস চাকরি করেন। তিনি ছুটি নিয়ে বিগত ৩১আগস্ট রাত অনুমান সাড়ে বারোটার দিকে শেরপুর শহরের ধুনটমোড় টার্মিনালে নামেন। এরপর বাড়ি যাওয়ার জন্য একটি অটোরিকসায় ওঠেন। এসময় তার সঙ্গে যাত্রীবেশী আরও চার জন বখাটেও ওঠেন ওই অটোরিকসায়। কিন্তু কিছুই বুঝতে পারেননি। একপর্যায়ে শেরুয়া বটতলা বাজার এলাকায় পৌঁঁছামাত্রই যাত্রীবেশী বখাটেরা তাকে নানাভাবে উত্যক্ত করা শুরু করেন। পাশাপাশি শরীরের স্পর্শকাতর স্থানে হাতও দেয় তারা। এমনকি অটোরিকসা থেকে ওই নারীকে নামিয়ে হাওয়াখানা নামক স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে শ্লীলতাহানীর চেষ্টা চালায় বখাটেরা। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে বখাটেরা পালিয়ে যায়। ঘটনার দুইদিন পর শনিবার (০২ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি জানিয়ে ধড়মোকাম গ্রামের আব্দুল মোমিন, ছহির উদ্দিনসহ অজ্ঞাত পরিচয়ের আরো দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করা হয়। মূলত এরপরেই ঘটনাটি প্রকাশ পায়।
এদিকে অভিযুক্তদের বাঁচাতে মাঠে নামে একটি সংঘবদ্ধ চক্র। বিশেষ করে গ্রামের প্রভাবশালী তিন-চারজন মাতবর। এরই ধারাবাহিকতায় ঘরোয়াভাবে গ্রাম্য সালিস ডেকে অভিযুক্তদের নিকট থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন তারা। কিন্তু জরিমানার টাকা ভুক্তভোগীর পরিবারকে না দিয়ে ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর মা রুবিয়া বেগম অভিযোগ করে বলেন, শুধুমাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে তার মেয়েকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। আর কোনো টাকা পাইনি। পাশের গ্রামের প্রভাবশালী মাতবর শফি কামাল ও ছহির উদ্দিন এসে তিনশত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে গেছেন। এমনকি ঘটনাটি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে গ্রাম থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে গেছেন। এতে করে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাই আইনের আশ্রয় নিবেন বলে জানান। ঘটনাটি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত শফি কামাল ও ছহির উদ্দিন নিজেদের নির্দোষ দাবি করে সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে একটু ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সেটি সমাধান করে দেওয়া হয়েছে। শ্লীলতাহানীর চেষ্টা বা জরিমানা আদায়ের কোনো ঘটনা ঘটেনি। এসব গুজব বলে মন্তব্য করেন তারা।
অভিযোগ তদন্তকারি কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে ভুক্তভোগীর মা দাবি করেছেন, তাকে বিভিন্ন কায়দায় হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। সেটিও গুরুত্বেও সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST