আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় জোর করে জমি দখল ও আইন অমান্য করে বাড়ি নির্মান, গাছ লাগানো জমি বেদখলের চেষ্টার এক সংবাদ সম্মেলনে হাজী আবু বক্কর সিদ্দিক কর্তৃক আনীত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী আঃ রশিদ। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত এক সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও কুৎসিত অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভীত্তিহীন, বানোয়াট ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা।
আঃ রশিদ জানান, তারা দীর্ঘদিন ধরে দড়িমুকুন্দ মৌজার জে এল ৯৭ এস.এ খতিয়ান ৭৬ ও আর.এস. খতিয়ান ২৬৩, দাগ নং সাবেক ২৪৯ হালে ৫৭০ এর অন্তর্ভুক্ত ২৩ শতক জমির বৈধ মালিক এবং সেই জমিতে টিনশেড ঘর নির্মাণসহ নানা প্রজাতির গাছপালা রোপণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হাজী আবু বক্কর সিদ্দিক ও তার সহচরগণ বহুবার তাদের সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন, অথচ নিজ পক্ষের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সালিশি বৈঠকের বিচারকরা আমাদের সম্মতি দেন তার প্রমানও আছে। এর পর থেকে অভিযুক্ত আবু বক্কর আমাদের বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।
তিনি আরও বলেন, গত ১২ এপ্রিল রাত ১টা ৩০ মিনিটে ধড়মোকাম গ্রামের মৃত আনছার আলীর ছেলে আবু বক্কর ও তার অনুসারীরা দেশীয় অস্ত্রসহ উক্ত জমিতে হামলা চালায়, গাছপালা কেটে ফেলে এবং ঘরবাড়ি ভাঙচুর করে মালামাল চুরি করে নিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ ভুটভুটি ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করলেও এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবং আমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও তার কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আঃ রশিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তার পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।