মোঃ আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং শ্রীমন্তপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় আর্থিক সহযোগিতা করেন সুইজারল্যান্ড সরকার, এবং কারিগড়ি সহযোগীতা করেন ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ।উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিন আলম ।কর্মশালাটি সঞ্চালনা করেন কো-অরডিনেট সাব ডিস্ট্রিক্ট লিয়াজো কলি ইয়াসমিন, ইএসডিও।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম,খলিলুর রহমান,শামসুল আলম।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধিগণ এবং ইএসডিও’র কর্মীবৃন্দসহ অনেকেই।সভায় ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা তাদের নিজ নিজ ওয়ার্ডে অংশগ্রহণমূলকভাবে কীভাবে জলবায়ু বিপন্নতা বিশ্লেষণ ও যাচাই করেছেন তা উপস্থাপন করেন। সেইসঙ্গে ওয়ার্ড ভিত্তিক সম্ভাব্য কর্মপরিকল্পনা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন করা হয়। পরবর্তীতে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ওয়ার্ডভিত্তিক তথ্যসমূহ যাচাই-বাছাই (ভ্যালিডেশন) করে চূড়ান্ত করা হয়। এই কার্যক্রম ও তথ্যসমূহ ইউনিয়ন পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ,বাজেটে অন্তভূক্তিকরণ,পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে অংশগ্রহনকারীগন জানান।