বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ।
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারী ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সফল খামারিদের সম্মাননা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রম সমাপ্ত হয়।
নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলার শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, নওগাঁ।
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অপরিহার্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। বিশেষ করেঃ টেকসই উন্নয়ন আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন নিশ্চিত করা।
জাত সংরক্ষণ দেশীয় জাতের পশুপাখি সংরক্ষণ ও বংশবিস্তারে গুরুত্বারোপ। আমিষের চাহিদা জনসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষি ও জাতীয় অর্থনীতিতে খামারিদের অবদানের প্রশংসা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম খামারিদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেন। তিনি আশ্বস্ত করেন যে, খামারিদের যেকোনো সমস্যা বা আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনে জেলা পুলিশ সর্বদা সার্বিক সহযোগিতা প্রদান করবে।
আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং জেলার সফল খামারিদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী এবং বিপুল সংখ্যক খামারি উপস্থিত ছিলেন।

