মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধ ,
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে হাসি ফুটাতে ” সমাজ উন্নয়ন সংগঠন পঞ্চগড় ” আহার” এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দিননব্যাপী পঞ্চগড়ের একমাত্র বিনোদন হিমালয় পার্কে পঞ্চগড় “আহার ” এর আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেক কেটে পঞ্চগড়” আহার ” এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
এসময় পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন,সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন,পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমানুয়ন কবীর উজ্জল,পঞ্চগড় “আহার “এর সভাপতি আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেলসহ আহার এর সদস্য ও সু্ধিজনরা উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে খাওয়া ও সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ড্রাফেল ড্র অনুষ্ঠিত