মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মকিমপুর ও গুজুরী মৌজাধীন সরকারি গ্রামীণ মাটির রাস্তা দখল করে অবৈধভাবে দেয়াল ও বাঁশের ব্যারিকেড তুলে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে স্কুলগামী শিশু থেকে শুরু করে জরুরি রোগীবাহী যানবাহনসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, দক্ষিণ মকিমপুরের সরকারি রাস্তার ওপর নান্টু মিয়ার ছেলে কামরুল হাসান নিজেদের স্বার্থে দেয়াল নির্মাণ করে পথটি বন্ধ করে দিয়েছে। তার পাশের অংশেও বাঁশ দিয়ে বেড়া দিয়েছে লাল মিয়া যার ফলে চলাচলের সমস্ত পথ রুদ্ধ হয়েছে।
তারা জানান, বহু বছর ধরে সরকারি এ রাস্তা দিয়েই তারা চলাচল করছিলেন। হঠাৎ করেই রাস্তা বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
স্থানিয়রা আরো জানান, এটা সরকারি রাস্তা। তারপরও তারা রাস্তাটি দখল করেছে। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। আমরা খুব কষ্টে আছি।এখান দিয়ে আমরা বাজারে যাই, বাচ্চারা স্কুলে যায়। এখন হঠাৎ রাস্তা বন্ধ করে দিয়েছে। ঘুরে অনেক দূর দিয়ে যেতে হয়। অসুস্থ হলে সময়মতো হাসপাতালে নেওয়া মুশকিল।
এলাকাবাসী দ্রুত সরকারি রাস্তা দখলমুক্ত করে পথ চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। সরকারি রাস্তায় অবৈধ দখল ও ব্যারিকেড তুলে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া সরাসরি আইন লঙ্ঘনের শামিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে-এমন প্রত্যাশা এখানকার বাসিন্দাদের।