ঢাকাSunday , 8 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সরকারের উন্নয়ন ছোঁয়া লাগেনি মেহেন্দিগঞ্জে,রাস্তার বেহাল দশা।

দেশ চ্যানেল
October 8, 2023 6:27 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

বর্তমান সরকার সারাদেশে যোগাযোগ ব্যাবস্থার ব্যাপক উন্নয়ন করলেও তার ছোঁয়া লাগেনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে এখন বেহাল দশা।অনেক ঝুঁকি নিয়ে ছোট বড় যানবাহন চলাচল করে।কয়েক বছর ধরে এসব সড়কে সংস্কার না করায় দূর্ভোগে চরম আকার ধারণ করেছে।এ কারনে যাত্রী ও যানবাহন চালকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। মেহেন্দিগঞ্জ এলাকার স্থানীয় লোকজন জানান,মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর থেকে পাতারহাট বন্দর, চরএককরিয়া ইউনিয়নর চাদের হাট থেকে পাতারহাট বন্দর, দাদপুর বাজার থেকে শান্তির হাট বাজার ঘুরে পাতারহাট বন্দর এসব সড়কে প্রতিদিন শতশত যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল করে

এছাড়াও বিভিন্ন পন্য আনা নেওয়ার ক্ষেত্রে এ সড়ক ব্যবহার করা হয়।এগুলো ভাটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম সড়ক। কিন্তু সড়কগুলো সংস্কার না করায় কয়েক কিলোমিটার রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত পাড় হয়ে যানবাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি বিকল হয়ে ঘটছে সড়ক দূর্ঘটনা।অটোরিকশা চালক আবুল কালাম জানান,এসব রাস্তায় যানবাহন চলাচল করতে পারেনা।
শত শত গাড়ি এসব রাস্তা দিয়ে চলাচল করে। চালকদের জীবিকা ধারনের অন্যতম সড়ক এগুলো। সরকার বিভিন্ন জায়গায় সড়ক সংস্কার ও মেরামতের কাজ করছে।কিন্তু এ গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে মেরামত না করায় এখন সাধারণ মানুষ ও চালকদের কষ্ট করতে হচ্ছে। এলাকাবাসীর দাবি সড়কগুলো দ্রুত সংস্কার করার।

সিএনজি চালক ফরহাদ হোসেন জানান, চরএককরিয়া ইউনিয়নের চাঁদেরহাট বাজার হইতে পাতারহাট বন্দর পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হচ্ছে। তিনি সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST