মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫ টি চোরাই মোবাইল ফোনসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- বুধবার (৪ অক্টোবর) রাত সারে ৮ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড় হতে ঢাকামুখী রাস্তার উপর’ একটি অভিযান চালিয়ে ২৫ টি নতুন চোরাই মোবাইল ফোন ও ২২টি মোবাইল ফোনের চার্জারসহ চোর চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, আসামীরা একটি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করত।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উল্লাপাড়া উপজেলার ঘোনাগানজানী গ্রামের সাত্তার আলীর ছেলে- মোঃ রমজান আলী (১৯), ও ইব্রাহিম ইসলামের ছেলে- মোঃ মাসুদ রানা (২৯), এবং সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের সুরমান আলীর ছেলে- মোঃ শফিকুল ইসলাম (২২)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান