রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা
সাজেক জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডএফের দুই সদস্যকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাঙামাটির সাজেক ইউনিয়নের জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য আশীষ ও দীপায়ন চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ
আজ রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৪টায় ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখাসমূহের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলার সভাপতি বিরো চাকমার ও ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমা।
সমাবেশে আর্জেন্ট চাকমা মাচলঙে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা জানিয়ে বলেন, সন্তু লারমা শাসকগোষ্ঠির ক্রীড়নকে পরিণত হয়ে আবারো খুন-খারাবিতে লিপ্ত হয়েছেন। তিনি যে মরণ খেলায় মেঠে উঠেছেন তার জন্য একদিন জনতার আদালতে তাকে জবাবদিহি করতে হবে।
যুব নেতা বিরো চাকমা বলেন, শাসকগোষ্ঠি ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে খুন-গুম করেও ইউপিডিএফকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন সন্তু লারমার জেএসএসকে লেলিয়ে দিয়েছে। আজকে সাজেকের মাচলঙে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যার ঘটনা তারই উদাহারণ। একদিন না একদিন সন্তু লারমাকে এই হত্যাকাণ্ডের জবাব দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ
তিনি আরো বলেন, ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়িতে বিপুল, সুনিল, লিটন, রুহিনকে হত্যা ও ২৪ জানুয়ারি মহালছড়িতে রবি কুমার ও বিমলকে হত্যার রেশ কাটতে না কাটতে আবারো মাচলঙের এই হত্যাকাণ্ডের ঘটনা শাসকগোষ্ঠির পরিকল্পনারই অংশ। তাই শাসকগোষ্ঠি-সন্তু লারমার এই মিলিত ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-যুব-জনতাকে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আশীষ ও দীপায়ন চাকমার হত্যাকারী জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অনিফা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিতা চাকমা।
সমাবেশে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আজ দুপুর ১২টার সময় সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজ পাড়ায় এলাকায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য আশীষ ও দীপায়ন চাকমাকে গুলি করে হত্যা করে।