মোঃরিপনরেজা স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ টানবাজার ব্যাংক পাড়া এক ভবনের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে থাকা জেনারেটার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।বুধবার সকাল আনুমানিক ১০:২৫ মিনিটের দিকে টানবাজার ব্যাংকপাড়া এলাকার হাজী সাত্তার টাওয়ারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাযায়-এই ভবনের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে পাকিং,জেনারেটর এবং একটি সুতার গোডাউন ভাড়া দেওয়া হয়েছিলো।এই ভবনে রয়েছে ঢাকা ব্যাংক,আইএফআইসি ব্যাংক এবং ইসলামি ব্যাংকের মতো মোট ৫ টি ব্যাংকের শাখা।সবগুলো ব্যাংকের জেনারেটর আন্ডারগ্রাউন্ড ফ্লোরে ছিলো এবং সেই ব্যাংক জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত হয় বলে একাধিক ব্যাংক কর্মকর্তা ও প্রত্যাক্ষদর্শীরা বলেন।অগ্নিকাণ্ড ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন-ঘটনার খবর পাওয়ার সাথে সাথে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রনে আনে।অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।তবে প্রাথমিকভাবে জেনারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।