মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও কৃষক শ্রমিক পার্টির সভাপতি এ.এস.এম সোলায়মানের ২৭ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে সোনারগাঁওয়ের সর্বস্তরের জনগন।সাবেক মন্ত্রী ও তুখোর রাজনীতিবিদ ১৯৯৭ সালের ৪ ঠা ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সাবেক এই মন্ত্রীর মরদেহে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকার চেঙ্গাকান্দিতে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী রেখে যান।মৃত্যুবার্ষিকীতে এ.এস.এম সোলায়মানের নিজবাড়ী ঢাকা ও সোনারগাঁওয়ে মিলাদ মাহফিল ও দোয়া, কোরআন খতম এবং দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন তার মেয়ে রাজিয়া সুলতানা রত্না।সাবেক মন্ত্রী এ.এস.এম সোলায়মানের মেয়ে রাজিয়া সুলতানা রত্না বুধবার তার বাবার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।রাজিয়া সুলতানা রত্না তার বাবার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ভবিষ্যতে রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করেন।রাজিয়া সুলতানা রত্না ভালো কর্মকান্ডের মাধ্যমে তার বাবার মতো সুনাম কুড়াতে চান।যেন তার বাবার মতো তাকেও মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করেন।২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে সর্ব প্রথমে কোরআন তেলাওয়াত করেন মুফতি শিহাব উদ্দিন,দোয়া পরিচালনা করেন চেংগা কান্দি কারিমীয়া মুজাহিদিয়া কওমী মাদ্রাসার মুফতি কাউসার ও মামুন।মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলমচাঁন,ঢাকা থেকে আগত আলহাজ্ব ফজলুল হক,বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন,সমাজ সেবক আলমাছ মোল্লাসহ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।