ঢাকাFriday , 8 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ! ১০ হাজার টাকায় রফাদফা

    দেশ চ্যানেল
    December 8, 2023 12:29 pm
    Link Copied!

    মোঃ তুষার আহমেদ:

    সিরাজগঞ্জের বেলকুচিতে মানষিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে নাজমুল শেখ (২০) এর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষক ঐ গ্রামের নুর-আলম শেখের ছেলে। এ ঘটনায় গ্রাম্য শালিশের আশ্বাস দিয়ে তিন দিন পর নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা জরিমান ধরে রফাদফা করে দিয়েছেন স্থানীয় মাতব্বররা।

    মানসিক প্রতিবন্ধী শিশুটির মা জানান, গত মঙ্গলবার দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নাজমুল কৌশলে আমার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে ধর্ষণের বিস্তারিত বর্ণনা দেয় আমার নিকট। এ ঘটনার পর স্থানীয় কিছু মাতব্বর উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে এ ব্যাপারে মুখ খুলতে ও আইনের আশ্রয় নিতে নিষেধ করেন। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও বিচার করতে তালবাহানা করে স্থানীয় মাতব্বররা।

    পরে বিভিন্ন চাপে শুক্রবার সকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলমাছ সরকারে তত্বাবধানে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশি বৈঠক করেন। ঐ শালীশি বৈঠকে ধর্ষক নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা জরিমানা ধরে ঘটনাটি রফাদফা করেন।

    শিশুটির মা আরও বলেন, ওই ছেলে এর আগেও আমার মেয়ের সাথে এ ধরনের কাজ করেছেন। কিন্তু গ্রামের মাতবরের কারণে সঠিক বিচার পেলাম না।

    এব্যাপারে সাবেক ইউপি সদস্য আলমাছ আলীর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ব্যাপারটি মীমাংসা করে দেয়া হয়েছে। তবে কি মীমাংসা হয়েছে? সে বিষয়ে তিনি এড়িয়ে যান।

    এ ব্যাপারে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST