নজরুল ইসলাম :
পবিত্র মাহে রমজানের ১২তম দিনে সিরাজগঞ্জ ল’ কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সেলিম রেজার উদ্যোগে শিক্ষক ও ছাত্র ছাত্রীর আয়োজনে ইফতার এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজী আহমাদ আলী আলিয়া কামিল মাদ্রাসায় ল’ কলেজের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ল’ কলেজের শিক্ষক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, এডভোকেট সেফাউল আলম মনি, অ্যাডভোকেট রেজা রাব্বি, এডভোকেট আব্দুল্লাহ বাচ্চু, ছাত্র রাশেদ রোকনি, রাকিব, নজরুল, আব্দুর রউফ, আযম খান, রনি, রুপা জাহান, নুর আফরোজা, ফাতেমা খাতুনসহ ল’ কলেজের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ইফতার মাহফিল আগ মূহুর্তে ল কলেজের আয়োজনে দেশ ও জাতির এবং সকল ধর্মপ্রাণ মানুষের জন্য দোয়া এবং মঙ্গল কামনা করা হয় ও বাদ মাগরিব নামাজ শেষে খাসির কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                