হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী
গোবিন্দগন্জ সৈঁদেরগাও ইউনিয়ন কতৃক আয়োজিত অফিস উদ্ভোদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জনাব মাওলানা সালাউদ্দিন এর সভাপতিত্বে, জনাব মাওলানা আব্দুস সালাম এর পরিচালনায়, উক্ত প্রগ্রামে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আমীর জনাব মাও আকবর আলী, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, ছাতক থানা সহকারী সেক্রেটারি আব্দুল আওয়াল, ইসলামিক সোসাইটি ছাতক(UK) উপদেষ্টা মুহিব আহমদ, ইংল্যান্ড প্রবাসী লুৎফর রহমান, পর্তুগাল প্রবাসী ও সাবেক ৮ নং ওয়ার্ড সদস্য জনাব আমিরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সভাপতি মিজানুর রহমান, গোবিন্দগন্জ সৈঁদেরগাও ইউনিয়ন সহ-সভাপতি জাকির হোসেন ও আব্দুদ তাহিদ, ৮নং ওয়ার্ডের বর্তমান নির্বাচিত সদস্য হুসাইন আহমদ লনি সহ প্রমুখ। প্রগ্রাম শেষে দোয়া ও মুনাজাত করেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক জানাব মুইনুল হক মুমিন।