নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের
আসামী মোঃ আশরাফুল খাঁন রনি(২৬) পিতা-মৃতঃকামরুল খান, ডেউয়াতলা গ্রাম থেকে বটিয়াঘাটা থানার পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করেন
খুলনার সোনাডাংগা থানার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে, মাদক দ্রব নিয়ন্ত্রন আইন ৩৬( ১)১০ (ক)১ বছর ৬মাস কারাদন্ড ৫০০০ হাজার টাকা অর্থদ্ন্ড, অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করে চীপ মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট আদালত খুলনা । উক্ত সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পলাতক থাকার কারনে পুলিশ গ্রেফতার করতে হিমশিম খাচ্ছিল।অবশেষে১০/১০/২৩ রাত প্রায় ২ ঘটিকার সময় বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের দায়ীত্ব প্রাপ্ত বিট অফিসার এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় এস আই সবুজ সহ সংগীয় ফোর্স নিয়ে সুকৌসলে অভিষান পরিচালনা করে তাহার বসবাসের পাশে, এনামুলের বাড়ি হইতে গ্রেফতার করতে সক্ষম হয় দির্ঘদিন ধরে বটিয়াঘাটা থানার এস আই মোস্তাফিজুর কে দেখা যায়, মাথায় গামছা বেধেঁ কৃষকের বেশে,কখন জাল হাতে জেলের বেসে নদিতে মাছ ধরতে, উক্ত আসামী কে আজ ১০/১০/২৩ দুপুর ১২.৩০ মিনিটে খুলনা চীপ মেট্র পলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়,গঙ্গারামপুর ইউনিয়ের ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক দেবদাস কবিরাজ বলেন, গঙ্গারামপুর বাসি টিম নামে একটা whatsapp গ্রুপও খুলেছেন এই চৌকোশ এস আই এস আই মোস্তাফিজুর রহমান, তিনি আরও বলেন এমন একজন অফিসার পেয়ে আমরা ধন্য।