মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক এলাকায় একটি বাড়িতে গ্যাস লিকেজ হতে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে।দগ্ধদের রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন-মানব চৌধুরী(৪০),তাঁর স্ত্রী বাচা চৌধুরী(৩৮),মেয়ে মুন্নি (১৪),তিন্নি(১২) ও মৌরি(৬)।সূএে জানা যায়-কাঁচপুর বিসিক শিল্প নগরীর পাশে একটি বাড়ির নীচতলায় ভাড়া থাকেন ঐ পরিবারটি।ভোর আনুমানিক ৫টার দিকে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়।তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বলেন-একই পরিবারের ৫ সদস্য আমাদের এখানে ভর্তি হয়েছে।দগ্ধদের মধ্যে তিন্নি ২২ শতাংশ,মুন্নি ২৮ শতাংশ,শিশু মৌরি ৩৬ শতাংশ,মানব চৌধুরী ৭০ শতাংশ এবং বাচা নামে এক নারী ৪৫ শতাংশ পুড়ে গেছেন।প্রতিবেশী সূত্রে জানাযায়-ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে।ঐ পরিবারের সদস্যদের কান্না শুনে এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানায়-গ্যাসের আগুনের বিষয়ে তাদের কেউ কিছু জানায়নি।স্থানীয়রা আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে গেছেন।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত)মোঃরাশেদুল হাসান খাঁন বলেন-গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।এ বিষয়ে খোঁজ-খববর নেওয়া হচ্ছে।