ঢাকাWednesday , 9 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে নবজাতককে গাঁছ উপহার দিয়ে শুভেচ্ছা।

দেশ চ্যানেল
July 9, 2025 10:13 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবজাতক শিশুর আগমনে তাকে গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফারজানা রহমান।গতকাল মঙ্গলবার পৌর ভবনাথপুর এলাকায় একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার খবর পেয়ে নির্বাহী অফিসার তাৎক্ষণিক নবজাতকের বাড়িতে গিয়ে শিশুটিকে একটি চারাগাছ ও মিষ্টি উপহার দেন।পাশাপাশি বাড়ির আঙিনায় নিজ হাতে একটি বৃক্ষ চারা রোপণ করেন।চারা রোপন শেষে নবজাতক ও তার মা মিতু আক্তারকে শুভেচ্ছা জানান নির্বাহী অফিসার।নির্বাহী অফিসার ফারজানা রহমান জানায় -আজ থেকে আমরা কাজটি শুরু করেছি।শিশুর মা-বাবা দিনটিকে স্মরণীয় করে রাখবেন।সেই সাথে শিশুর যত্নের পাশাপাশি গাছটিরও পরিচর্যা করবেন।এই গাছ ভবিষ্যতে তাদের সম্পদ হয়ে উঠবে।তিনি আরো বলেন-আমাদের জেলা প্রশাসক স্যারের গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ নামে একটি কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির আওতায় জেলায় এক লক্ষ গাছ লাগানো হচ্ছে,যা আগামী ১০ জুলাই সমাপ্ত হবে।ডিসি স্যার চান,নারায়ণগঞ্জে যেন সবুজের বিপ্লব ঘটে।কারণ নারায়ণগঞ্জ এখন একটি ইন্ডাস্ট্রিয়াল জেলা হলেও এখানে প্রাণ নেই।সেই প্রাণের সঞ্চালন ঘটাতেই স্যারের এই উদ্যোগ।তিনি আরো বলেন-কিছুদিন আগে এক দম্পতিকে দেখি তাদের সন্তানের জন্মদিনে কেক কাটার বদলে গাছ রোপণ করছেন।বিষয়টি ডিসি স্যারের মনে দাগ কেটেছিল।তিনি সেই পরিবারকে ডেকে এনে শিশুটির জন্মদিন উদযাপন করেন এবং গাছ উপহার দেন।ঘটনাটি আমার মনেও গভীর দাগ কাটে।তখনই আমি ভাবতে শুরু করি, সোনারগাঁয়ে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য এমন সবুজ শুভেচ্ছা থাকুক।ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেলের সেগুফতা মেহেনাজ এবং পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST