মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি।এ উপলক্ষ্যে ৫ ই আগস্ট নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে সারা দেশের ন্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বিজয় র্যালি আয়োজন করা হয়।নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে পৌর বিএনপি ও সহযোগী সংগঠন যুবদল,ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন,বিজয় র্যালিটি পুরান টিপরদী থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মোগরাপাড়া চৌরাস্তার মঞ্চে এসে শেষ হয়,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নান,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,পৌর বিএনপি সভাপতি শাজাহান মেম্বার,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা ওমর ফারুক টিটু,পৌর যুবদল নেতা ওসমান গনি রিতু,সদ্য সাবেক আহ্বায়ক সোনারগাঁ পৌরসভা ছাত্রদল,পৌর বিএনপি নেতা মোজাম্মেল হক প্রমুখ।জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু বলেন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের’ বর্ষপূর্তি পালন উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় আজকের এ বিজয় র্যালীতে সকল নেতাকর্মীদের অভিনন্দন জানানো হয়।সেই সাথে আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পরিচালনায় বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসেবে বিশ্বে সুপরিচিতি লাভ করবে বলেও জানায় নেতারা।