মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার্স নারায়ণগঞ্জঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পৌর সভায় বাজার কমিটির উদ্যোগে আদমপুর বাজারে শুক্রবার বিকেলে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।দোয়া ও মিলাদে পৌরসভার আদমপুর বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির মাসুম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ- ৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নান।প্রধান অতিথি তার বক্তব্য বলেন-আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাকালের বিদায়ে আমরা গভীরভাবে ব্যথিত।আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সুস্থতা কামনা করেন এবং আগামী দিনে দেশ পরিচালনায় তাঁর সক্রিয় ও বলিষ্ঠ নেতৃত্বের আশাবাদ ব্যক্ত করেন।দোয়া ও মিলাদে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন,পৌর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান মেম্বার,সোনারগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাহিম মিয়া,সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ জামান,পৌর এমপি নেতা মোতালিব মেম্বার,পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, জেলা ডিস্ট্রিক্ট একাউন্ট এন্ড ফাইনান্স অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মোঃ ফরহাদ হোসেন,বিএনপি নেতা মোঃ ফিরোজ হোসেন, বিএনপি নেতা মাজহারুল হক মোল্লা সেন্টু, বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ বাবু মোল্লা প্রমুখ।মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

