মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে আধুনিক উপজেলা পরিষদ অপরাজিতা অডিটোরিয়াম কক্ষে এই সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আসিফ আল জিনাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সাংবাদিকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় জাতীয় পতাকা উত্তোলন,মুক্তিযোদ্ধা সংবর্ধনা,শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)আসিফ আল জিনাত বলেন-মহান বিজয় দিবস বাঙালির গৌরবময় ইতিহাসের স্মারক দিন।দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সব স্তরের মানুষের স্বেচ্ছাসেবী ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।সভায় পুলিশ প্রশাসন,ফায়ার সার্ভিস,স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ প্রস্তুতির কথা তুলে ধরে দিনটি শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করে।

