মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সংগঠন সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব ৬ বছর পূর্ণ করে পা রাখলো ৭ বছরে। এ উপলক্ষে ক্লাবের সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের আয়োজন করা হয়। বুধবার বিকালে ক্লাবের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা পর্ব ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ জার্নালিস্ট প্রেসক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাত করা হয়।পরে উপস্থিত সকলকে মিষ্টি মুখ ও কেক কাটার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম এ বারী।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-সাংবাদিকতা হচ্ছে একটি চ্যালেঞ্জিং পেশা।সাংবাদিকরা সঠিক সংবাদ প্রচার করবে এটাই সাংবাদিকদের পেশা।সমাজে ঘটে যাওয়া যেকোনো ঘটনা সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারি।তাই সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ বা আয়না।অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান,রফিকুল ইসলাম বিডিআর-সাবেক চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন,নিজামুদ্দিন নিজাম।আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবুল আহমেদ,শামীম আহমেদ,রাকিব,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন,সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ,সহ-সভাপতি তপন মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন আহমেদ রিপন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি নির্মল কুমার সাহা,শাহাদাত এইচ চৌধুরী শিপন,ইব্রাহিম খলিল যুগ্ম সাধারণ সম্পাদক,পারভেজ আহমেদ সাংগঠনিক সম্পাদক,মনির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক,সানাউল্লাহ মুন্সি অর্থ সম্পাদক,রাকিব রেজা দপ্তর সম্পাদক,ইমন বনিক প্রচার ও প্রচারণা সম্পাদক,মিঠু আহমেদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,আব্দুল কাইয়ুম নাহিদ সাংবাদিক কল্যাণ সম্পাদক,শওকত ওসমান রিপন নির্বাহী সদস্য,কার্যকরী সদস্য রকিবুল হাসান,পীর মোহাম্মদ,আলামিন কবির,আমির হোসেন,তানভীর আহমেদ,মাসুদ রানা মাজেদ ভূঁইয়া ও মোঃ আল আমীন প্রমুখ।