ঢাকাFriday , 15 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের মাধবপুরে বুল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ,,ওসিসহ আহত শতাধিক। 

দেশ চ্যানেল
August 15, 2025 5:37 am
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

হবিগঞ্জের মাধবপুরে বুল্লা গ্রামে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ওসিসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

বুধবার বিকেলে বুল্লা গ্রামে দু পক্ষের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সৌদি আরবে বুল্লা গ্রামের ধলাই মিয়ার ছেলে ও একই গ্রামের অপর এক প্রবাসীর মধ্যে ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে মারামারি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধলাই মিয়া ও স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দীর্ঘদিন ধরে চলমান গোষ্ঠীগত দ্বন্দ্ব নতুন করে তীব্র আকার ধারণ করে।

বুধবার বিকেলে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হন। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্লাহ’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসি শহীদ উল্লাহ পায়ে আঘাতপ্রাপ্ত হন।

আহতদের মধ্যে রয়েছেন,, রাসেল মিয়া (১৮) রাশেদ মিয়া (১৮) বাবুল মিয়া (৬০) মন্নান মিয়া (২৭) ইছব মিয়া (৩৫) জালাল উদ্দিন (৩৫) শাহ আলম (৪০) ইউনুছ মিয়া (৬০) লিটন মিয়া (৩৫) রহমত উল্লাহ (২৪) জালাল মিয়া (২৬) সুন্দর আলী (৪২) নয়ন মিয়া (১৬) আদম খা (৩০) ফারুক মিয়া (৫০) শরীফ উদ্দিন (৫০) ছোয়াব মিয়া (৪০) ছায়েদুল (৪০) চুন্নু মিয়া (৫৫) জলফু মিয়া (৬১) শাকিল মিয়া (২০) শাহাব উদ্দিন (৫১) নুরুল হক (৫০) সাগর (১৬) পাবেল (২৪) দুলাল মিয়া (৪৫) রাশেদ মিয়া (১৫) মনটু মিয়া (৫০) মিরাজ মিয়া (২২), সোহরাব (৩৫) প্রমুখ।

আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি শহীদ উল্লাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST