মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ,, ইমদাদুল ইসলাম
মাদক,জুয়া,চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া সড়ক বাজারে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাধবপুর থানার এসআই তৌহিদুল ইসলাম। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এএসআই আব্দুল হান্নান। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল আহাদ ফকির সুনর, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আল আমিন ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিয়া,বিএনপি নেতা আরজু মিয়া, যুবদল নেতা মাহফুজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান,বিএনপি নেতা ছায়েদ আলী,নুর মিয়া,। এছাড়া হালুয়াপাড়া ও গোপালপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে পাহারার ব্যবস্থা করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

