ঢাকাWednesday , 18 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • হবিগঞ্জ মাধবপুরে মিঠাপুকুর গ্রামবাসী,তারা তাদের রাস্তা গুলোর বেহাল দশা থেকে মুক্তি চায়।।

    দেশ চ্যানেল
    October 18, 2023 9:32 am
    Link Copied!

    মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম

    হবিগঞ্জ, মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিঠাপুকুর গ্রাম।এই গ্রামে প্রায় ৪/৫ হাজার মানুষের বসবাস,কিন্তু খুবই দুঃখের ব্যাপার হলো এই গ্রামের প্রধান রাস্তাটি সহ গ্রামের সব গুলো রাস্তার অবস্থায় খুবই খারাপ। যুগ যুগ ধরে জনপ্রতিনিধিগন রাস্তা করে দিবেন বলে আশ্বাস দিলেও কাজের কাজ এখনো হয়নি।

    সাংবাদিক ও তরুন সমাজ সেবক মোঃআল আমিন ইসলাম ও গ্রামের যুব সমাজের একাংশে জাহাঙ্গীর আলম (বাচ্চু),এমদাদুল হক(হাবিল),সপন মিয়া,পল্লী ডাঃমন্নর মিয়া,মামুন মিয়া,মুক্তার হোসেন খোকা, কবির মিয়া,লিয়াকত আলী,আলমগীর এবং সাবেক মেম্বার হিরন আলী, অহিদ মিয়া ও সিরাজুল ইসলামের(সেরু মিয়া)পরামর্শে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    আলোচনা সভায় উপরে উল্লেখিত সবাই সহ উপস্থিত ছিলেন আছকির মিয়া,নুর ইসলাম,সাহাব উদ্দিন,অহিদ মিয়া,ইদন শাহ,রজব আলী, কাউছার মিয়া,ছুরাব মিয়া,মধু মিয়া,গোলাম মৌলা,আইউব খান,আবিদ খা,কাদির মিয়া,আবিদ মিয়া,নানু মিয়া,মাতু মিয়া,মহরম মিয়া সহ গ্রামের সর্বস্তরের মানুষ।

    উক্ত আলোচনা সভায় গ্রামবাসীর একটায় বক্তব্য আমরা সবাই এক হয়ে যা যা করার করব,যদি কোন জনপ্রতিনিধির কাছে যেতে হয় যাব,আর না হয় আমরা নিজের টাকা দিয়েই করব।আমরা আর কষ্ট করতে চাই না।আত্মীয় স্বজন আসলে আমাদের অনেক লজ্জা দেয়,এখন দুঃখের কথা হলো নতুন করে কেউ আমাদের সাথে আত্মীয় করতে চায় না,নিজেরাও তো চলাচল করতে কত কষ্ট করি।আমাদের একটায় কথা, এই কষ্ট থেকে আমরা মুক্তি চাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST